“৩০ দিনে ইংলিশ স্পিকিং কোর্স” বইয়ের কিছু অংশ:
ইংরেজিতে কথায় কথায় আপনি জি, আজ্ঞে বলার বালাই নেই। গুরুজনদের তুমি [you, ইউ] বলেই সম্বোধন করে। তার মানে এই নয় যে, ইংরেজি ভাষাতে শিষ্টাচারের অভাব। তাদের কথাবার্তায় যথেষ্ট শিষ্টাচার রয়েছে। ইংরেজি শিখবার প্রাক্কালে এ বিষয়গুলো মনে রাখা প্রয়োজন।