আল্লাহ তা'আলা পৃথিবীকে বানিয়েছে অসংখ্য শক্তির আধার। এর মধ্যে রয়েছে সৌন্দর্য, মহিমা, ভাবগাম্ভীর্য, ক্ষমতা, আনন্দ ও ধ্বংসের শক্তি। এ শক্তিগুলো এক রকম নয়। এর কোনোটির ওপর আমরা আকর্ষণবোধ করি। কোনোটি থেকে উৎসাহ বোধ করি। এর বিপরীতে কোনোটি থেকে নিরুৎসাহিত হই বা শঙ্কিত হই। সেই শক্তিগুলোর সঙ্গে আমাদের... আরও পড়ুন
আল্লাহ তা'আলা পৃথিবীকে বানিয়েছে অসংখ্য শক্তির আধার। এর মধ্যে রয়েছে সৌন্দর্য, মহিমা, ভাবগাম্ভীর্য, ক্ষমতা, আনন্দ ও ধ্বংসের শক্তি। এ শক্তিগুলো এক রকম নয়। এর কোনোটির ওপর আমরা আকর্ষণবোধ করি। কোনোটি থেকে উৎসাহ বোধ করি। এর বিপরীতে কোনোটি থেকে নিরুৎসাহিত হই বা শঙ্কিত হই। সেই শক্তিগুলোর সঙ্গে আমাদের সবার একটি অপরিহার্য সম্পর্ক রয়েছে।
এ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে আসমাউল্লাহিল হুসনা তথা আল্লাহর গুণবাচক নামের মাধ্যমে। পৃথিবীর এই শক্তিগুলো আল্লাহর কোনো না কোনো গুণ বা বৈশিষ্ট্যের পরিচায়ক বা প্রকাশস্থল। আল্লাহর প্রসন্নতা, ভালোবাসা কিংবা তাঁর মহিমা সেই শক্তিগুলোর মাধ্যমেই প্রকাশিত হয়। যতদিন সৃষ্টি-প্রক্রিয়া বিদ্যমান থাকবে ততদিন এসবের প্রকাশ অব্যাহত থাকবে।
প্রথম মানব আদম আলাইহিস সালামকে সবকিছুর নাম শিক্ষা দেয়া হয়েছিলো যেন তিনি মানুষকে এসব জিনিসের গুণাগুণ সম্পর্কে সচেতন করেন। এ সচেতনতাই পরিপূর্ণ জ্ঞান। এ কারণেই তিনি খলিফা হিসেবে আল্লাহর প্রতিনি- ধিত্ব করতে পেরেছিলেন। তাঁর মাধ্যমেই আল্লাহ তা'আলা মানবজাতিকে সমগ্র সৃষ্টির রহস্য সম্পর্কে জ্ঞান দান করেছেন। আল্লাহ তাই তাঁর নাম ও বা তাঁর গুণবাচক নামসমূহ পাঠের মাধ্যমে আমাদেরকে তাঁর স্মরণ ও নৈকট্য লাভ করতে বলেছেন।
আল্লাহর স্মরণই সবচেয়ে আনন্দের কাজ। তাঁর স্মরণের মাধ্যমে যেই আত্মিক প্রশান্তি লাভ হয় তা পরিমাপ করে শেষ করা যাবে না। কারণ, এর মাধ্যমে যেমন দূর হয়ে মানবমনের উদ্বেগ-উৎকণ্ঠা; তদ্রুপ অর্জিত হয় আধ্যাত্মিক ও পার্থিব জীবনের উন্নতি।
Title | আল আসমাউল হুসনা |
Author | মাওলানা আশেক মাহমুদ , সামীর হালবী , আহমাদ তাম্মাম , সালামাহ মুহাম্মাদ |
Translator | মাওলানা আবদুল্লাহ আল ফারূক , মাওলানা আশেক মাহমুদ |
Publisher | মাকতাবাতুল হাসান |
Edition | 2nd Edition, 2020 |
Number of Pages | 262 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |