'বিসমিল্লাহ' সকল কল্যাণের মূল। আমরাও প্রথমে তা দিয়েই শুরু করি। হে আমার নক্স! জেনে রেখ, এই মুবারক শব্দটি যেমন ইসলামের নিদর্শন, তেমনি মহাবিশ্বে বিদ্যমান সকল কিছুর হালভাষার দ্বারা বিরামহীনভাবে উচ্চারিত জিকির। 'বিসমিল্লাহ' কত বিশাল ও অফুরন্ত এক শক্তি এবং কী যে অশেষ রহমতের ভান্ডার তা বুঝতে চাইলে... আরও পড়ুন
'বিসমিল্লাহ' সকল কল্যাণের মূল। আমরাও প্রথমে তা দিয়েই শুরু করি। হে আমার নক্স! জেনে রেখ, এই মুবারক শব্দটি যেমন ইসলামের নিদর্শন, তেমনি মহাবিশ্বে বিদ্যমান সকল কিছুর হালভাষার দ্বারা বিরামহীনভাবে উচ্চারিত জিকির। 'বিসমিল্লাহ' কত বিশাল ও অফুরন্ত এক শক্তি এবং কী যে অশেষ রহমতের ভান্ডার তা বুঝতে চাইলে নিম্নোক্ত গল্পটি লক্ষ করো, শোনো:
বেদুঈন অর্থাৎ আরব-মরুভূমিতে ভ্রমণরত কোনো লোকের জন্য জরুরি হলো, সেখানকার কোনো এক গোত্র প্রধানের কর্তৃত্ব মেনে নিয়ে তার আশ্রয় গ্রহণ করা- যাতে করে দস্যুদের আক্রমণ থেকে রক্ষা পেয়ে নিজ প্রয়োজনসমূহ পূরণ করতে পারে। অন্যথায় একাকী অসংখ্য শত্রু এবং অশেষ প্রয়োজনের মুখোমুখি হয়ে তাকে পর্যুদস্ত হতে হবে।
এমনই এক ভ্রমণের উদ্দেশ্যে দুই ব্যক্তি মরুভূমিতে যাত্রা শুরু করল। তাদের মধ্যে একজন ছিল বিনয়ী। অন্যজন দাম্ভিক ও অহংকারী। বিনয়ী ব্যক্তি একজন গোত্রপ্রধানের কর্তৃত্ব মেনে নেওয়ায় সব জায়গায় নিরাপদে ভ্রমণ করে। কোনো দস্যুর মুখোমুখি হলে সে বলে- 'আমি অমুক গোত্র প্রধানের লোক হিসেবে ভ্রমণ করছি।' তখন দস্যু তাকে আক্রমণ না করেই চলে যায়। আবার কোনো তাঁবুতে প্রবেশ করলে গোত্র প্রধানের নামের খাতিরে সে সম্মানও পায়।
Title | আল- কালিমাত |
Author | বদিউজ্জামান সাঈদ নূরসী |
Publisher | সোজলার পাবলিকেশন লিঃ |
ISBN | 9789849686811 |
Edition | 1st Published, 2021 |
Number of Pages | 784 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |