বৃহস্পতিবার দিবাগত মাঝরাতে জেগে পবিত্র হয়ে দুই রাকাত নফল নামায পড়বে। এরপর নিচের আয়াত চীনা পাত্রের উপর জাফরান ও গোলাপজল দিয়ে লিখবে। পরে পাত্রটি পানি দিয়ে ধুবে এবং ওই পানির উপর নিচের আয়াত আবার ৭ বার পড়ে দম করে রেখে দেবে।
ফজরের নামায শেষে ওই পানির উপর সূরা ইনশিরাহ পড়ে... আরও পড়ুন
বৃহস্পতিবার দিবাগত মাঝরাতে জেগে পবিত্র হয়ে দুই রাকাত নফল নামায পড়বে। এরপর নিচের আয়াত চীনা পাত্রের উপর জাফরান ও গোলাপজল দিয়ে লিখবে। পরে পাত্রটি পানি দিয়ে ধুবে এবং ওই পানির উপর নিচের আয়াত আবার ৭ বার পড়ে দম করে রেখে দেবে।
ফজরের নামায শেষে ওই পানির উপর সূরা ইনশিরাহ পড়ে ফুঁ দেবে এবং নামাযের প্রতি আগ্রহ ও একাগ্রতা সৃষ্টির জন্য দুআ করবে। তাহলে অলসতা, ক্লান্তি, অরসাদ চলে যাবে। সৎকাজে আগ্রহ ও নামাযের প্রতি গভীর মনোযোগ সৃষ্টি হবে। ওই পানি পান করলে ইনশাআল্লাহ তার উক্ত উদ্দেশ্য পূর্ণ হবে।
Title | আমালে কুরআনী |
Author | হযরত হাকীমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত , حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.) |
Translator | মুফতী আবদুল মালেক |
Publisher | আনোয়ার লাইব্রেরী
|
ISBN | 9789849692027 |
Edition | 1st Published, 2022 |
Number of Pages | 176 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |