আল্লাহ তাআলা চাইলে সৃষ্টিজীবের মধ্য থেকে তাঁর পছন্দমতো বিশেষভাবে কাউকে নির্বাচন করেন। তিনি যা ইচ্ছা এবং যেভাবে ইচ্ছা সৃষ্টি করেন। চাইলে কাউকে সম্মানিত করতে পারেন। আবার ইচ্ছে হলে অসম্মানিতও করেন। যাকে ইচ্ছা শ্রেষ্ঠত্ব ও সম্মান দেন। তাইতো আদম৯ এবং তাঁর বংশকুলকে পুরো জগতের সকল সৃষ্টিজীবের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। অতঃপর... আরও পড়ুন
আল্লাহ তাআলা চাইলে সৃষ্টিজীবের মধ্য থেকে তাঁর পছন্দমতো বিশেষভাবে কাউকে নির্বাচন করেন। তিনি যা ইচ্ছা এবং যেভাবে ইচ্ছা সৃষ্টি করেন। চাইলে কাউকে সম্মানিত করতে পারেন। আবার ইচ্ছে হলে অসম্মানিতও করেন। যাকে ইচ্ছা শ্রেষ্ঠত্ব ও সম্মান দেন। তাইতো আদম৯ এবং তাঁর বংশকুলকে পুরো জগতের সকল সৃষ্টিজীবের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। অতঃপর পুরো মানবজাতির মধ্য থেকে নবি ও রাসুলদের শ্রেষ্ঠত্ব দান করেছেন। সকল নবিদের মধ্যে মুহাম্মাদ মুস্তফা-কে বিশেষভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন।
Title | চার ইমাম: ফিকহে ইসলামির চার নক্ষত্র |
Author | আবু আব্দুল্লাহ মুহাম্মাদ আল-মাকদিসি |
Translator | আব্দুল্লাহ ইউসুফ |
Publisher | রুহামা পাবলিকেশন |
Edition | 1st Published, 2022 |
Number of Pages | 128 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |