নবুওয়তি পেলেন প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষকে শান্তির ধর্ম ইসলামের দিকে ডাকছেন তিনি। তেলে-বেগুনে জ্বলে উঠে দুষ্ট কুরাইশরা। নবীজি ও তাঁর সাথীদের ওপর নির্যাতন শুরু করে তারা। নানাভাবে কষ্ট দিতে থাকে নবীজিকে। নির্যাতনের মাত্রা দিন দিন বাড়তে থাকে তাদের। তাঁর চলার পথে দুষ্ট কাফেররা কাটা... আরও পড়ুন
নবুওয়তি পেলেন প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষকে শান্তির ধর্ম ইসলামের দিকে ডাকছেন তিনি। তেলে-বেগুনে জ্বলে উঠে দুষ্ট কুরাইশরা। নবীজি ও তাঁর সাথীদের ওপর নির্যাতন শুরু করে তারা। নানাভাবে কষ্ট দিতে থাকে নবীজিকে। নির্যাতনের মাত্রা দিন দিন বাড়তে থাকে তাদের। তাঁর চলার পথে দুষ্ট কাফেররা কাটা বিছিয়ে রাখে। নামাজ আদায়ের সময় ময়লার ঝুড়ি ঢেলে দেয় পবিত্র শরীরে। গালি-গালাজ করে অকথ্য ভাষায়।
একদিনের ঘটনা। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাঘরে নামাজ আদায় করছিলেন। এমন সময় কাফের উকবা ইবনে আবু মুয়াইত এলো নবীজির কাছে। সে নবীজির গলায় চাদর পেঁচিয়ে এতো জোরে টান দিল যে, নবীজির শ্বাস বন্ধ হয়ে আসার অবস্থা হলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসে উদ্ধার করেন নবীজিকে। আর কুরাইশদের বললেন, তোমরা মহান এক ব্যক্তিকে শুধু এজন্য হত্যা করতে চাচ্ছো, যে বলছে- 'আমার প্রভু আল্লাহ'।
সঙ্গে সঙ্গে ওরা নবীজিকে ছেড়ে দিয়ে হযরত আবু বকরকে নির্যাতন শুরু করে দিল।
Title | ছোটদের হাদিসের গল্প
|
Author | মাওলানা মুনীরুল ইসলাম
|
Publisher | আনোয়ার লাইব্রেরী
|
Number of Pages | 80 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |