হযরত উমর ইবনে আবদুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বনু উমাইয়াদের মধ্যে শ্রেষ্ঠ শাসক ছিলেন। তিনি একজন বড় আলেমও ছিলেন। দেশ পরিচালনায় তিনি খোলাফায়ে রাশেদিনের নীতি পুরোপুরি মেনে চলতেন।... আরও পড়ুন
হযরত উমর ইবনে আবদুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বনু উমাইয়াদের মধ্যে শ্রেষ্ঠ শাসক ছিলেন। তিনি একজন বড় আলেমও ছিলেন। দেশ পরিচালনায় তিনি খোলাফায়ে রাশেদিনের নীতি পুরোপুরি মেনে চলতেন। তাঁকে দ্বিতীয় উমরও বলা হতো। তিনি নিজেকে বায়তুল মালের আমানতদার মনে করতেন। সেখান থেকে একটি কানা কড়িও নিতেন না।
একবার রাতের বেলা তিনি রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত । চেরাগ জ্বালিয়ে কিছু লিখছেন। তখন তো বিদ্যুৎ ছিল না! তাই চেরাগ জ্বালিয়েই রাতের কাজ সারা হতো।