“দাজ্জাল আসছে সতর্ক হও” বইয়ের কিছু অংশ:
ন্যাটোর মাধ্যমে তাদের ভাষায় নিরাপত্তা আর স্বাধীনতা উন্নত করার নিমিত্তে তাদের সীমান্তের ওপারে সন্ত্রাস আর ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র বিনাশ করার অর্থ হচ্ছে—গোটা মুসলিম উম্মাহ, তাদের শক্তিশালী রাষ্ট্র, ব্যক্তিত্ব এবং সমুদয় দীনদার ব্যক্তির ওপর প্রকাশ্যে আক্রমণ চালিয়ে তাদের বিনাশ সাধন করা।
এই শিকারের সূচনা কেমন হবে... আরও পড়ুন
“দাজ্জাল আসছে সতর্ক হও” বইয়ের কিছু অংশ:
ন্যাটোর মাধ্যমে তাদের ভাষায় নিরাপত্তা আর স্বাধীনতা উন্নত করার নিমিত্তে তাদের সীমান্তের ওপারে সন্ত্রাস আর ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র বিনাশ করার অর্থ হচ্ছে—গোটা মুসলিম উম্মাহ, তাদের শক্তিশালী রাষ্ট্র, ব্যক্তিত্ব এবং সমুদয় দীনদার ব্যক্তির ওপর প্রকাশ্যে আক্রমণ চালিয়ে তাদের বিনাশ সাধন করা।
এই শিকারের সূচনা কেমন হবে এবং তার চূড়ান্তরূপই-বা কীভাবে সম্মুখে উপস্থিত হবে? বাস্তব সত্য হচ্ছে, সমগ্র সন্ত্রাসী দেশের অবস্থা শুরুতে তা-ই হবে, যে অবস্থা হচ্ছে বর্তমান ইরাকের। আর সন্ত্রাসী সমাজের অবস্থা তা-ই হবে, যে অবস্থা হয়েছে মিসরে ইখওয়ানের। আর সকল সন্ত্রাসী ব্যক্তিত্বের অবস্থা তা-ই হবে, যে অবস্থা হচ্ছে বিন লাদেনের মতো মহান ব্যক্তিত্বের। এমনকি প্রতিটি মুসলিম ব্যক্তি, যে ইসলামের কোনো বিধি অনুযায়ী আমল করে, তাকেই সন্ত্রাসী আখ্যায়িত করা হবে এবং ইসলামের প্রতিটি আমল—তা সালাত, সাওম-জাকাত আর হজ যাই হোক-না কেন, তা সন্ত্রাসী কার্য বলে চিহ্নিত হবে। এই অজুহাতে মসজিদ-মাদ্রাসা বন্ধ করা হবে। নামাজ-রোজার ওপর বিধি-নিষেধ আরোপ করা হবে। হজ নিষিদ্ধ করা হবে।
Title | দাজ্জাল আসছে সতর্ক হও
|
Author | শাইখ আসরার আলম |
Publisher | আর-রিহাব পাবলিকেশন্স
|
Number of Pages | 120 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |