“ড. কাজী দীন মুহম্মদ: জীবন ও সাহিত্য” বইয়ের কিছু অংশ:
কাজী দীন মুহম্মদ তাঁর কীর্তি অনুসারে উপযুক্ত স্বীকৃতি পাননি। এর অন্যতম কারণ তিনি ছিলেন খাঁটি মুসলমান। খাঁটি মুসলিমের স্বীকৃতিতে কার্পণ্য করা হয়। প্রকৃত মুসলিমের যথাযথ মূল্যায়ন হয় একমাত্র আল্লাহ তায়ালার কাছে।
তাঁর জীবনের বিশাল অংশ ব্যয় হয়েছে ইসলামী সাহিত্য রচনায়। তিনি অসাধারণ... আরও পড়ুন
“ড. কাজী দীন মুহম্মদ: জীবন ও সাহিত্য” বইয়ের কিছু অংশ:
কাজী দীন মুহম্মদ তাঁর কীর্তি অনুসারে উপযুক্ত স্বীকৃতি পাননি। এর অন্যতম কারণ তিনি ছিলেন খাঁটি মুসলমান। খাঁটি মুসলিমের স্বীকৃতিতে কার্পণ্য করা হয়। প্রকৃত মুসলিমের যথাযথ মূল্যায়ন হয় একমাত্র আল্লাহ তায়ালার কাছে।
তাঁর জীবনের বিশাল অংশ ব্যয় হয়েছে ইসলামী সাহিত্য রচনায়। তিনি অসাধারণ ও অনুকরণীয় গদ্যশৈলীর রূপকার। জাতীয় স্বার্থে তাঁর রচনা পঠিত ও আলোচিত হওয়া প্রয়োজন। বিশেষত তরুণপ্রজন্মের কাছে তাঁর কিঞ্চিৎ পরিচিতি তুলে ধরার উদ্দেশ্যেই আমার এ ক্ষুদ্র প্রয়াস।
এ গ্রন্থভুক্ত লেখাগুলো কাজী দীন মুহম্মদ স্যারের জীবদ্দশায় রচিত হয় এবং ঢাকার বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়। ছাপার পূর্বে ও পরে প্রতিটি লেখাই তিনি মনোযোগসহ পাঠ করেন এবং পরামর্শ দেন।
আমার দুর্লভ সৌভাগ্য যে, দীর্ঘ দিন তাঁর ন্যায় মহীরুহের সান্নিধ্য লাভ করেছি। একদিন তিনি বলেন, আমার ব্যাপারে আপনি কয়টি প্রবন্ধ লিখেছেন? আমি বলি, সাত-আটটি হবে। তিনি বলেন, এগুলি রেখে দিবেন। আমার চলে যাওয়ার পর কাজে লাগতে পারে।
Title | ড. কাজী দীন মুহম্মদ: জীবন ও সাহিত্য |
Author | জুবাইর আহমদ আশরাফ |
Publisher | নাশাত পাবলিকেশন |
ISBN | 9789843495594 |
Edition | 1st Published, 2021 |
Number of Pages | 176 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |