“হজ্জ ও উমরার দিশারী” বইয়ের কিছু অংশ:
সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, দরূদ ও সালাম বর্ষিত হোক নাবী মুহাম্মাদ (৫) ও তাঁর পরিবার পরিজনের উপর। হজ্জ একটি গুরত্বপুর্ন ইবাদাত, নাবী (৫) বলেছেন তোমরা আমার কাছ থেকে হজ্জের মাসায়েল শিখে নাও। মদীনা বিশ্ববিদ্যালয়ে পড়াবস্থায় ও তায়েফে দাঈ হিসাবে কর্মরতবস্থায় ২০০০ইং সাল থেকে... আরও পড়ুন
“হজ্জ ও উমরার দিশারী” বইয়ের কিছু অংশ:
সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, দরূদ ও সালাম বর্ষিত হোক নাবী মুহাম্মাদ (৫) ও তাঁর পরিবার পরিজনের উপর। হজ্জ একটি গুরত্বপুর্ন ইবাদাত, নাবী (৫) বলেছেন তোমরা আমার কাছ থেকে হজ্জের মাসায়েল শিখে নাও। মদীনা বিশ্ববিদ্যালয়ে পড়াবস্থায় ও তায়েফে দাঈ হিসাবে কর্মরতবস্থায় ২০০০ইং সাল থেকে বিভিন্ন হাজীদের মাঝে আলোচনা ও তা'লীম দিতে গিয়ে আশ্চর্য হতে হয়েছে যে, তারা অনেকে জানেন না হজ্জ বা উমরায় কি কি করণীয়? কি কি ক নিষিদ্ধ। নিষিদ্ধ। যার ফলে অনেকে হজ্জ করতে এসে বিভিন্ন রকমের ভুল করার ফলে তার হজ্জ ত্রুটিপুর্ন রয়ে যাচ্ছে, কখনো দম জরুরী হয়ে যাচ্ছে আবার কখনোও হজ্জটি পরিপুর্ন বাতিল হয়ে যাচ্ছে। যার কোনটাই তারা বুঝতে পারেন না।
তাই হজ্জ ও উমরার প্রয়োজনীয় সব মাসায়িলের উপর সঠিক ও প্রমাণ ভিত্তিক ধারনা দিতে সংক্ষিপ্তাকারে দলীল সহ হজ্জের এই পুস্তিকাটি রচনা করি, যাতে পাঠক হজ্জ সম্পর্কে সুস্পষ্ট ধারনা নিয়ে তার হজ্জটি সহীহ ভাবে আদায় করতে পারেন এবং হচ্ছে মাবরুর লাভ করতে পারেন। বইটিতে প্রয়োজনীয় দুআ বাংলা উচ্চারণ সহ উল্লেখ করেছি। তবে একথা সবাইকে মনে রাখতে হবে যে, আরবীর সঠিক উচ্চারণ বাংলায় করা সম্ভব না। তাই শুদ্ধ তিলাওয়াত জানা কারো থেকে সঠিক উচ্চারন জেনে দুআ সমূহ মুখস্ত করবেন। আর পুস্তিকাটি ছোট আকারে করতে গিয়ে সব বিষয়ের উপর বিস্তারিত আলোচনা ও সব প্রমান উল্লেখ না করলেও প্রয়োজনীয় সব আমল উল্লেখ করেছি।
সুতরাং কোন হাজীসাহেব যদি এই বইয়ে বর্ণিত নিয়মানুসারে তার হজ্জ ও উমরাহ আদায় করেন। আশা করি ইন-শাআল্লাহ তার হজ্জটি নাবী মুহাম্মাদ (৪) এর দেখানো পন্থায় হজ্জ হবে এবং হজ্জে মাবরুরের আশা করতে পারেন। পরিশেষে বলব, যে কোন কারণেই হোক ভুল হওয়াটা স্বাভাবিক, পাঠকের কোন ভুল দৃষ্টিগোচর হলে আমাদেরকে জানিয়ে দিলে পরবর্তীতে তা সংশোধন করে দিব ও কৃতজ্ঞ থাকব, ইনশাআল্লাহ। আব্দুর রাকীব মাদানী, তায়েফ, সাউদী আরব।
Title | হজ্জ ও উমরার দিশারী |
Author | শায়খ আব্দুর রাকীব বুখারী মাদানী |
Publisher | আলোকিত প্রকাশনী |
Edition | 1st Published, 2024 |
Number of Pages | 112 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |