ইসলাম চিরসত্য ও অনিঃশেষ বাস্তবতার ধর্ম। মানবতা রক্ষণের এক সূতিকাগার। মানুষের ইহকালীন ও পরকালীন সার্বিক কল্যাণের কেন্দ্রবিন্দু। ইসলাম এসে সমাজের নোংরামি দূর করে সমাজকে দিয়েছে সঠিক দিশা।... আরও পড়ুন
ইসলাম চিরসত্য ও অনিঃশেষ বাস্তবতার ধর্ম। মানবতা রক্ষণের এক সূতিকাগার। মানুষের ইহকালীন ও পরকালীন সার্বিক কল্যাণের কেন্দ্রবিন্দু। ইসলাম এসে সমাজের নোংরামি দূর করে সমাজকে দিয়েছে সঠিক দিশা। কুফর-শিরকের অন্ধকার থেকে বের করে মানুষকে তাওহীদ ও রিসালাতের শ্বেত-শুভ্র পোশাক পরিয়েছে। সমাজের যাবতীয় অনাচারের মূলোৎপাটন করে শান্তি ও সাম্যের নিষ্কলুষ পরিবেশ কায়েম করেছে। নির্লজ্জ ও গোমরা সমাজকে শালিনতা দান করেছে। খুন-খারাবী, জুলুম-নির্যাতন ও হিংসা-বিদ্বেষ দূর করে ভ্রাতৃত্ব ও মমতাবোধ, পরস্পর সহানুভূতি ও সম্ভ্রমবোধ এবং ন্যায়-ইনসাফের এক শান্তিময় সমাজ উপহার দিয়েছে। মানবসমাজের ছোট-খাট স্বভাবজাত বিষয়গুলোও সঠিকভাবে পরিচালনার শিক্ষা ইসলাম দিয়েছে। যা অন্য কোনো ধর্ম দেয়নি। এটাই স্পষ্ট প্রমাণ বহন করে যে, একমাত্র ইসলামই শান্তিপূর্ণ সফল সমাজ নির্মাণের চাবি-কাঠি ।