পর্দা শব্দের আরবি প্রতিশব্দ হচ্ছে 'হিজাব। এর শাব্দিক অর্থ গোপন করা, আড়াল করা, ঢেকে রাখা ইত্যাদি। ইসলামের পরিভাষায় প্রাপ্তবয়স্ক মেয়েদের আপাদমস্তক গায়রে মাহরাম পুরুষ থেকে আড়াল করে রাখাকে 'হিজাব' বা পর্দা বলে। ইসলামী শরিয়তে নারী-পুরুষ উভয়ের জন্যই পর্দা ফরজ।