আয় আল্লাহ! আপনি সমস্ত মাখলুকের সরদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর প্রতি রহমত ও শান্তি বর্ষণ করুন এমনিভাবে তাঁর পরিবারবর্গ ও সাহাবীগণের প্রতিও। কালিমায়ে তাওহীদ অর্থাৎ লা-ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ তাআলার দীদার এবং সাক্ষাতের উসিলা।
অতি নগণ্য ও নিঃস্ব বান্দা মুহাম্মদ ইবনে... আরও পড়ুন
আয় আল্লাহ! আপনি সমস্ত মাখলুকের সরদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর প্রতি রহমত ও শান্তি বর্ষণ করুন এমনিভাবে তাঁর পরিবারবর্গ ও সাহাবীগণের প্রতিও। কালিমায়ে তাওহীদ অর্থাৎ লা-ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ তাআলার দীদার এবং সাক্ষাতের উসিলা।
অতি নগণ্য ও নিঃস্ব বান্দা মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল জাযরী শাফেয়ী (রহঃ) যিনি সমস্ত সম্পর্ক ছিন্ন করতঃ একমাত্র আল্লাহ পাকের সাথে সম্পর্ক স্থাপন করেছেন এবং তাঁরই দিকে ধাবিত হয়েছেন, তাঁরই দরবারে আশা পোষণ করছেন যে, তিনি অনুগ্রহ করে তাকে জালেমের হাত থেকে রক্ষা করবেন এবং এ আকস্মিক মুসীবতে অনুগ্রহ ও দয়ার ব্যবহার করবেন। তিনি আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করার পর যিনি দুআকে তাকদীর পরিবর্তন করার উসিলা করেছেন এবং নবীকুল সরদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি ও তাঁর পরহেযগার পরিবারবর্গ ও সাহাবী বৃন্দের প্রতি দরূদ ও সালাম প্রেরণান্তে আরজ করছেন যে, এ কিতাব রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর মুখনিঃসৃত বাণী সমূহের একটি সুদৃঢ় কিল্লা, মুমেনদের জন্য শত্রুর মোকাবিলা করার বড় হাতিয়ার এবং তাঁরই বাণীসমূহ থেকে জমাকৃত একটি বিরাট তাবীয এবং গুনাহ থেকে বাঁচার একটি নিরাপদ নকশা।
(গ্রন্থকার বলেন) আমি এসব দুআ সংকলন করার ব্যাপারে মানুষের কল্যাণের প্রতি পূর্ণ লক্ষ্য রেখেছি এবং সহীহ হাদীস সমূহ থেকে সংকলন করেছি। প্রত্যেক বিপদাপদে এসব দুআকে নাজাতের উপকরণ স্বরূপ পেশ করেছি এবং জ্বিন ও ইনসানের ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য এসব দুআকে সনদ ও অন্যান্য বিষয় হতে মুক্ত করতঃ ঢাল স্বরূপ বানিয়েছি।
Title | হিসনে হাসীন |
Author | ইমাম মুহাম্মদ আল জাজরী |
Publisher | আনোয়ার লাইব্রেরী
|
Edition | 2nd Published, 2015 |
Number of Pages | 368 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |