“জান্নাত ও জাহান্নাম” বইয়ের কিছু অংশ:
হযরত আনাস ইবনে মালেক রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেন— একদা দুজন লোক মরুভূমিতে চলছিল। তাদের একজন আবেদ, আর অপরজন গোনাহগার। পথিমধ্যে গোনাহগার ব্যক্তিটি তার কাছে থাকা একটি পানির পাত্র বের করল। আবেদ লোকটির কাছে কোন পানি ছিল না, ফলে সে পিপাসার্ত হয়ে পড়ল। তখন... আরও পড়ুন
“জান্নাত ও জাহান্নাম” বইয়ের কিছু অংশ:
হযরত আনাস ইবনে মালেক রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেন— একদা দুজন লোক মরুভূমিতে চলছিল। তাদের একজন আবেদ, আর অপরজন গোনাহগার। পথিমধ্যে গোনাহগার ব্যক্তিটি তার কাছে থাকা একটি পানির পাত্র বের করল। আবেদ লোকটির কাছে কোন পানি ছিল না, ফলে সে পিপাসার্ত হয়ে পড়ল। তখন সে গোনাহগার লোকটির উদ্দেশে বলল, হে অমুক! আমাকে পানি দাও, আমি পিপাসায় মরে যাব। গোনাহগার লোকটি বলল, দেখ, আমার কাছে একটিমাত্র পানির পাত্র আছে, আর আমরা মরুভূমিতে আছি। এখন যদি তোমাকে আমি এই পানিটুকু দিয়ে দিই তাহলে আমি মারা পড়ব।
এরপর উভয়ে আবার চলতে থাকল। কতক্ষণ পর আবেদ লোকটি খুবই পিপাসার্ত হয়ে পড়ল। তখন সে গোনাহগার লোকটির উদ্দেশে আবার বলল, হে অমুক! আমাকে পানি দাও, আমি পিপাসায় মরে যাব। গোনাহগার লোকটি বলল, দেখ, আমার কাছে একটিমাত্র পানির পাত্র আছে, আর আমরা মরুভূমিতে আছি। এখন যদি তোমাকে আমি এই পানিটুকু দিয়ে দিই তাহলে আমি মারা পড়ব। এরপর তারা উভয়ে আবার চলতে থাকল। কতক্ষণ পরে সেই আবেদ লোকটি পিপাসায় কাতর হয়ে পড়ে গেল। তখন সে গোনাহগার লোকটির উদ্দেশে পুনরায় বলল, হে অমুক! আমাকে পানি দাও, আমি পিপাসায় মারা যাচ্ছি। তখন গোনাহগার লোকটি মনে মনে বলল, খোদার কসম! যদি এই নেককার লোকটি এভাবে মারা যায় তাহলে আল্লাহর কাছে আমার আর কোন উপায় থাকবে না। এই ভেবে সে কিছু পানি তার উপর ছিটিয়ে দিল এবং তাকে কিছু পানি পান করাল। এরপর তারা আবার মরুভূমিতে পথ চলতে লাগল। চলতে চলতে এক সময় মরুভূমি শেষ হয়ে গেল।
Title | জান্নাত ও জাহান্নাম
|
Author | আল্লামা ইবনু কাসির রহ. |
Publisher | আর-রিহাব পাবলিকেশন্স
|
Number of Pages | 360 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |