ধূমপান। এ এক ভয়াবহ মহামারি। ব্যাপক ক্ষতি ও ধ্বংসাত্মক রোগ। এর ক্ষতিকর দিকসমূহ ব্যাপক। পরিণতিও হয় অশুভ। এর ক্রয়-বিক্রয় ও প্রচার- প্রসার জঘন্য অপরাধ। এর ফাঁদে নানা ধরনের মানুষ আটকা পড়েছে, এমনকি অনেক বিবেকবান ব্যক্তিরাও পা দিয়েছে এই ফাঁদে। তাদের মন- মস্তিষ্ক ঢেকে নিয়েছে ধূমপানের ধূমজাল।
আরও পড়ুন
ধূমপান। এ এক ভয়াবহ মহামারি। ব্যাপক ক্ষতি ও ধ্বংসাত্মক রোগ। এর ক্ষতিকর দিকসমূহ ব্যাপক। পরিণতিও হয় অশুভ। এর ক্রয়-বিক্রয় ও প্রচার- প্রসার জঘন্য অপরাধ। এর ফাঁদে নানা ধরনের মানুষ আটকা পড়েছে, এমনকি অনেক বিবেকবান ব্যক্তিরাও পা দিয়েছে এই ফাঁদে। তাদের মন- মস্তিষ্ক ঢেকে নিয়েছে ধূমপানের ধূমজাল।
ফলে তা বর্জন করা, তার নেশা থেকে বের হয়ে আসা কষ্টকর ও দুঃসাধ্য হয়ে গিয়েছে। তাদের অনেকে প্রাণবন্ত সজীব হৃদয়ের অধিকারী। দ্বীন-ইসলামের প্রতি গভীর অনুভূতি পোষণকারী। তাদের মন ভালো দিক গ্রহণে ও আগলে রাখতে প্রস্তুত। তাদের আবেগ ইসলাম ও মুসলিমদের ভালোবাসায় টইটম্বুর। তবে সমস্যা একটাই, তারা ধূমপানে অভ্যস্ত। ফলে তারা ধূমপানের নির্মম বলিতে পরিণত হায়েছে ও এর ক্ষতিকর দিকগুলো বয়ে বেড়াচ্ছে।
সকলে না হলেও অধিকাংশ ধুমপায়ীই ধুমপানের ক্ষতিকর পরিণতিকে অস্বীকার করে না। দ্বীন ও শারীরিক সুস্থতার ক্ষেত্রে এর কুপ্রভাবের কথা নিঃসন্দেহে মেনে নেয়। এমনকি এসব সমস্যা উপলব্ধি করার কারণে তারা এই বিলাসী ঘাতক থেকে মুক্তির ব্যাপারেও ভাবতে শুরু করে। অতএব, ভাই হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে, এই মরণঘাতী নেশা থেকে তাদের ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করা। এ ব্যাপারে তাদের যথাসাধ্য সাহায্য করা।
Title | কেন ধূমপান করছেন? |
Author | ড. মুহাম্মদ বিন ইবরাহীম আল হামাদ |
Translator | আতাউস সামাদ |
Publisher | মাকতাবাতুল হাসান |
ISBN | 9789848012772 |
Edition | 1st Published, 2021 |
Number of Pages | 56 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |