মামলুক সাম্রাজ্য ছিল মধ্যযুগের মিসর, লেভান্ট, তিহামাহ ও হিজাজব্যাপী বিস্তৃত একটি রাজ্য। আইয়ুবি রাজবংশের পতনের পর থেকে ১৫১৭ খিষ্টাব্দে উসমানি সাম্রাজ্যের মিসর বিজয়ের আগ পর্যন্ত মামলুকরা ক্ষমতায় ছিল। মামলুক সিরিজে তাঁদের শাসনকালের ইতিবৃত্ত তুলে ধরা হয়েছে।