যদি এমন হতো-মুমিনের নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত থাকত এক মলাটে! সঙ্গে থাকত হাদিসের রেফারেন্স! বইটা হতো পাসপোর্ট সাইজে, যাতে পকেটে নিয়ে ঘোরা যায়। এমনটাই হয়েছে। মুমিনের নামাজ থাকবে মুমিনের বুক পকেটে। কলিজার কাছাকাছি। একমলাটে পুরো নামাজ, মিনাত-তাহরিম ইলাত-তাসলিম। শুরু থেকে শেষ। প্রতি পাতায় একটি বিষয়, সংশ্লিষ্ট হাদিসসহ।