"মুমিনের সফলতা" বইয়ের কিছু অংশ:
হযরত আব্দুর রহমান ইবনে আব্দ কারী রহ. বলেন, আমি ওমর ইবনে খাত্তাব রাযি. কে বলতে শুনেছি, যখন ওহী নাযিল হত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মৌমাছির ধ্বনির মত শুনা যেত। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হচ্ছিল, তখন আমরা সেখানে কিছুক্ষণ অবস্থান করলাম।... আরও পড়ুন
"মুমিনের সফলতা" বইয়ের কিছু অংশ:
হযরত আব্দুর রহমান ইবনে আব্দ কারী রহ. বলেন, আমি ওমর ইবনে খাত্তাব রাযি. কে বলতে শুনেছি, যখন ওহী নাযিল হত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মৌমাছির ধ্বনির মত শুনা যেত। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হচ্ছিল, তখন আমরা সেখানে কিছুক্ষণ অবস্থান করলাম। অতঃপর ওহী নাযিল হওয়ার সাথে সাথে তিনি কিবলার দিকে মুখ ফিরালেন, এবং হাত উত্তলোন করে এ দুআ করলেন- হে আল্লাহ! আমাদের বৃদ্ধি করেন, কমিয়ে দিয়েন না।
আমাদের সম্মান দান করেন, অপমানিত করবেন না। আমাদের দান করেন, বঞ্চিত করবেন না। আমাদেরকে প্রাধান্য দেন, আমাদের উপর অন্য কাউকে প্রাধান করবেন না। আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, আমাদেরকেও সন্তুষ্ট করে দেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- আমার উপর দশ আয়াত নাযিল হল, যে তার উপর আমল করবে, সে জান্নাতে প্রবেশ করবে। অতঃপর মুমিনগণ সফলকাম হয়ে গেছে। এ আয়াত থেকে দশ আয়াত তেলাওয়াত শেষ করলেন।
Title | মুমিনের সফলতা |
Author | হাফেয মুফতী অকিল উদ্দিন যশোরী |
Publisher | মাকতাবাতুল ইত্তিহাদ
|
Edition | 1st Published, 2019 |
Number of Pages | 96 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |