আতাউর রহমান আলহাদী তারুণ্যদীপ্ত ভাবনাস্রোত ও চিন্তাস্রোতের নতুন পথের নাবিক। সে তার নাবিকি নিঃশ্বাসপুঞ্জে সাহসে ভর করে জাহাজে মাস্তুল তুলে বতিঘরের দিকে যাত্রা করেছে। শিল্প-সাহিত্যের অঙ্গনে সে একজন ইসলামী চেতনাসমৃদ্ধ... আরও পড়ুন
আতাউর রহমান আলহাদী তারুণ্যদীপ্ত ভাবনাস্রোত ও চিন্তাস্রোতের নতুন পথের নাবিক। সে তার নাবিকি নিঃশ্বাসপুঞ্জে সাহসে ভর করে জাহাজে মাস্তুল তুলে বতিঘরের দিকে যাত্রা করেছে। শিল্প-সাহিত্যের অঙ্গনে সে একজন ইসলামী চেতনাসমৃদ্ধ তরুণ লেখক। তার রচিত নিঠুর মক্কাভূমিসহ দিবাকর সিরিজের সবগুলো বইয়ের পাণ্ডুলিপি আমি পাঠ করেছি। লেখক অত্যন্ত আন্তরিকভাবে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শকে অবলোকন করেছে। ছড়া-কাব্যের এই গ্রন্থটিতে যেমন ইতিহাস উঠে এসেছে, তেমন এর সাথে যোগ হয়েছে শিল্পের অনুষঙ্গটিও।