হযরত আবু হুরায়রা রাযিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ও তার রাসূল যে অমুসলিমকে নিরাপত্তা দিয়েছেন তাকে যে হত্যা করল, সে আল্লাহ তায়ালার নিরাপত্তা-বিধান লঙ্ঘন করল। সুতরাং সে জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ তার ঘ্রাণ পাওয়া যায় সত্তর বছরের দূরত্ব থেকে।
আরও পড়ুন
হযরত আবু হুরায়রা রাযিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ও তার রাসূল যে অমুসলিমকে নিরাপত্তা দিয়েছেন তাকে যে হত্যা করল, সে আল্লাহ তায়ালার নিরাপত্তা-বিধান লঙ্ঘন করল। সুতরাং সে জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ তার ঘ্রাণ পাওয়া যায় সত্তর বছরের দূরত্ব থেকে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, তিনি বলেন, সাবধান, যেব্যক্তি চুক্তিবদ্ধ কোনো অমুসলিমের উপর জুলুম করল কিংবা তার কোনো ক্ষতি করল, অথবা তার উপর সাধ্যের অতীত কোনো বিষয় চাপিয়ে দিল, অথবা সন্তুষ্টি ছাড়া তার থেকে কোনো কিছু কেড়ে নিল, কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব।
অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিককে অনর্থক কষ্ট দিল, আমি তার প্রতিপক্ষ। আর আমি যার প্রতিপক্ষ তার সাথে আমার বোঝাপড়া হবে কিয়ামতের দিন।
ইমাম কাসানী রহ. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বন্ধ করে একটি হাদিস উল্লেখ করেছেন। 'তারা যদি জিযিয়া-কর দেওয়ার শর্তে মুসলিম-দেশের নাগরিকত্ব গ্রহণ করে তা হলে তাদের জানিয়ে দিবে, মুসলমানদের জন্য যেসকল নাগরিকসুবিধা রয়েছে তা তাদের জন্যও থাকবে এবং মুসলমানদের জন্য যেসকল আইন মেনে চলা আবশ্যক তা তাদের জন্যও আবশ্যক হবে।
Title | অমুসলিমদের প্রতি উদারতা |
Author | (شيخ الاسلام مفتي محمد تقي عثماني) শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী |
Translator | মাওলানা মুহাম্মদ নুরুয্যামান |
Publisher | মাকতাবাতুল হেরা |
Edition | 1st Published, 2016 |
Number of Pages | 80 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |