ইসলাম একটি বাস্তবধর্মী কালোত্তীর্ণ জীবন-ব্যবস্থার নাম। মানব জীবনের যতগুলো দিক রয়েছে, তার প্রতিটি শাখা-প্রশাখায় রয়েছে ইসলামের অবাধ বিচরণ। অর্থ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। জন্মের আগ থেকেই অলক্ষ্যে মানুষ এটির সাথে জড়িয়ে পড়ে। পৃথিবীর আলো দেখার আগেই সবার পিতামাতা প্রতিটি শিশুকে পরিচর্যা, চিকিৎসা, সেবা-শুশ্রƒষায় তাদেরকে অর্থের সাথে একাকার করে ফেলে।
অপরদিকে... আরও পড়ুন
ইসলাম একটি বাস্তবধর্মী কালোত্তীর্ণ জীবন-ব্যবস্থার নাম। মানব জীবনের যতগুলো দিক রয়েছে, তার প্রতিটি শাখা-প্রশাখায় রয়েছে ইসলামের অবাধ বিচরণ। অর্থ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। জন্মের আগ থেকেই অলক্ষ্যে মানুষ এটির সাথে জড়িয়ে পড়ে। পৃথিবীর আলো দেখার আগেই সবার পিতামাতা প্রতিটি শিশুকে পরিচর্যা, চিকিৎসা, সেবা-শুশ্রƒষায় তাদেরকে অর্থের সাথে একাকার করে ফেলে।
অপরদিকে মানুষের মৃত্যুর পরেও লাশ হয়ে যাওয়া মানুষটির সাথে অর্থনৈতিক ব্যাপারটি সম্পৃক্তই থাকে। দাফন-কাফন, কবরের স্থান প্রভৃতির জন্য প্রয়োজন দেখা দেয় অর্থের। তাহলে নির্দ্বিধায় বলা যায়, অর্থ সারাটি জীবন তো বটেই এমনকি জন্মের আগে ও পরেও মানুষের সাথে আঠার মত লেগে থাকে।
যার সাথে মানব জীবনের এ অবিচ্ছেদ্য সম্পর্ক, যাকে বাদ দিয়ে তাদের জীবন চাকা একবারেই অচল, একটি মুহূর্তও তা থেকে সম্পর্ক বিছিন্ন করার সুযোগ থাকে না, তাকে নিয়ে ইসলামের মত জীবনবিধানে কোনো দিকনির্দেশনা থাকবে না, তা কী করে হয়। সেই পরিপ্রেক্ষিতে ইসলাম মানবতার জন্য এমন অর্থনৈতিক নিয়মনীতি প্রণয়ন করেছে, যা শাশ্বত, কল্যাণকর ও কালজয়ী। যাকাত ও ‘উশর সেই ধারাবাহিকতায় মানবতার অর্থনৈতিক নিরাপত্তার এক বাস্তবধর্মী রাজপথ।
Title | অর্থনৈতিক সফলতার আসমানি বিধানঃ যাকাত ও উশর |
Author | প্রফেসর ড. আ. ছ. ম. তরিকুল ইসলাম |
Publisher | বিন্দু প্রকাশ |
ISBN | 9789849665403 |
Edition | 2nd Published, 2023 |
Number of Pages | 160 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |