“প্রসিদ্ধ মাসায়েল” বইয়ের কিছু অংশ:
প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার পর পবিত্রতা অর্জন করা একটি স্বভাবগত বিষয়। আর ইসলামও এটির বিধান দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামায রোযার মত বড় বড় বিধান যেভাবে শিক্ষা দিয়েছেন, তেমনিভাবে এ বিষয়টিও শিক্ষা দিয়েছেন। এবং পবিত্রতা অর্জন না করলে শাস্তির হুশিয়ারি দিয়েছেন।