ইমাম ইবনে তাইমিয়ার (রহ) ‘শরীয়তী রাষ্ট্রব্যবস্থা’ বইতে তিনি একটি ইসলামী রাষ্ট্রের শরীয়তের তুলনামূলক আলোচনা কুর’আন সুন্নাহর আলোকে তুলে ধরেছেন। এখানে তিনি শরীয়তের বিভিন্ন ধারা নিয়ে সুক্ষ পর্যালোচনা করেছেন যাতে পাঠক এসব বিষয়ে পরিষ্কার ধারণা লাভ করতে পারে এবং শরীয়তের এসব ধারা সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করে।