“সুখী বিবাহিত ব্যাচেলর” বইয়ের ফ্লাপের কথা:
আজ এই পূর্ণিমার আলােটাও খুব বিষন্ন লাগছে। মানুষের মন খারাপ হওয়ার ব্যাপারটা বড্ড উদ্ভট। একটার সাথে আরেকটা বাঁধা। অনেকটা রেলগাড়ির মতাে। একসাথে অনেকগুলাে আলাদা আলাদা বগি। বিষন্নতার এই রেলগাড়ির প্রত্যেকটি বগিতেই জীবনের একেকটা মন খারাপের গল্প। একটায় টান পড়লে সবগুলােতেই টান পড়ে!