“দ্য ম্যানুয়াল অফ ইংলিশ গ্রামার” বইয়ের ভুমিকা থেকে নেয়া:
সকল প্রশংসা মহাজ্ঞানী আল্লাহ্র প্রতি যিনি 'The Manual of English Grammar' [ইংরেজি ব্যাকরণের সারগ্রন্থ। লেখার সামর্থ্য দান করেছিলেন পনের বছর আগে। আর এখন ভূমিকা লেখার সুযোগ করে দিয়েছেন। নানারূপ কল্পনা-পরিকল্পনা, উত্থান-পতন আর আশা-নিরাশার দুর্যোগে এই বইয়ের প্রকাশ বিলম্বিত হয়েছে।
এই বইয়ের লক্ষ্য নবম... আরও পড়ুন
“দ্য ম্যানুয়াল অফ ইংলিশ গ্রামার” বইয়ের ভুমিকা থেকে নেয়া:
সকল প্রশংসা মহাজ্ঞানী আল্লাহ্র প্রতি যিনি 'The Manual of English Grammar' [ইংরেজি ব্যাকরণের সারগ্রন্থ। লেখার সামর্থ্য দান করেছিলেন পনের বছর আগে। আর এখন ভূমিকা লেখার সুযোগ করে দিয়েছেন। নানারূপ কল্পনা-পরিকল্পনা, উত্থান-পতন আর আশা-নিরাশার দুর্যোগে এই বইয়ের প্রকাশ বিলম্বিত হয়েছে।
এই বইয়ের লক্ষ্য নবম শ্রেণি থেকে স্নাতক শ্রেণি পর্যন্ত প্রাগ্রসর ছাত্র-ছাত্রী (Advanced learners), চাকুরীজীবী ও ব্যবসায়ী; যারা নানা কারণে ভালোভাবে ইংরেজি চর্চা করতে পারেন না; অথচ ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা তাদের পিছু ছাড়ে না। এ বই লেখার ক্ষেত্রে প্রতিটি শব্দ-চয়ন, বাক্য-গঠন, ইংরেজি শব্দ বা বাক্যের উদাহরণ, প্রভৃতি ক্ষেত্রে উদ্দেশ্যমূলক বা ব্যবহারিক ভঙ্গি/ শৈলী প্রয়োগ করেছি। তাই এই বইয়ের কোনো একটি শব্দ, বাক্যাংশ, বাক্য বা তার প্রয়োগ বা পদ্ধতি কেনো প্রিয় পাঠকের কাজে লাগলে পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব।
Title | দ্য ম্যানুয়াল অফ ইংলিশ গ্রামার |
Author | কাজী আবুল মারুফ |
Publisher | চারুলতা প্রকাশন |
ISBN | 9789849518525 |
Edition | 1st Edition, 2023 |
Number of Pages | 110 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |