উপন্যাসটি অন্য একটি নামে একটি বহুলপ্রচারিত সাপ্তাহিকের ঈদসংখ্যায় ছাপা হয়েছিল। অনেকে প্রশংসাও করেছিলেন। নতুন আঙ্গিকে নবরূপে উপন্যাসটি প্রকাশ হওয়াতে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উপন্যাসের প্রতিটি চরিত্রই কাল্পনিক। বাস্তবের কারও ছায়াকে সামনে রেখে কোনো চরিত্রকে সৃজন করা হয়নি। সংগত কারণেই পাঠকদের... আরও পড়ুন
উপন্যাসটি অন্য একটি নামে একটি বহুলপ্রচারিত সাপ্তাহিকের ঈদসংখ্যায় ছাপা হয়েছিল। অনেকে প্রশংসাও করেছিলেন। নতুন আঙ্গিকে নবরূপে উপন্যাসটি প্রকাশ হওয়াতে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উপন্যাসের প্রতিটি চরিত্রই কাল্পনিক। বাস্তবের কারও ছায়াকে সামনে রেখে কোনো চরিত্রকে সৃজন করা হয়নি। সংগত কারণেই পাঠকদের কাছে সনির্বন্ধ অনুরোধ, দয়া করে বাস্তবের কোনো চরিত্রের সঙ্গে উপন্যাসের চরিত্রের ছায়া খুঁজবেন না। এর চেয়ে বরং উপন্যাসের বিষয়ের ওপর মনোনিবেশ করাই হবে অধিকতর যৌক্তিক।
পরিশেষে স্বরবর্ণ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি উপন্যাসের ভেতর দিয়ে এই বার্তাটি পাঠকমহলের সামনে পরিবেশন করার জন্য।
Title | উড়ে যায় শরতের মেঘ |
Author | মুহাম্মদ ফজলুল হক |
Publisher | স্বরবর্ণ প্রকাশন |
Edition | 1st Published, 2021 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |