আত্ম মানে নিজ। নিজকে গড়াই পৃথিবীতে আমাদের পাঠানোর উদ্দেশ্য।
আল্লাহ তায়ালা আল কুরআনে বলেছেন, "তিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ? তিনি পরাক্রমশালী ক্ষমাশীল।” (সূরা আল মূলক: ২) আল্লাহ আরও বলেন, "ইকরা কিতাবাকা কাফা বি- নাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা।"
অর্থ: আজকে পাঠ কর তোমার... আরও পড়ুন
আত্ম মানে নিজ। নিজকে গড়াই পৃথিবীতে আমাদের পাঠানোর উদ্দেশ্য।
আল্লাহ তায়ালা আল কুরআনে বলেছেন, "তিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ? তিনি পরাক্রমশালী ক্ষমাশীল।” (সূরা আল মূলক: ২) আল্লাহ আরও বলেন, "ইকরা কিতাবাকা কাফা বি- নাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা।"
অর্থ: আজকে পাঠ কর তোমার আমলনামা; তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। (সূরা বনী ইসরাঈল ১৪)
তারপরেও কি আমরা নিজেকে সচেতন করবো না? প্রকৃত অর্থে যারা জ্ঞানী তারা তাদের মূল জায়গার আবাসস্থল সুন্দর করার জন্য দুনিয়াকে কাজে লাগায়। কারণ, আখেরাতে কে সফল, আর কার আমল বিফলে যাবে তা ব্যক্তির ওপরেই নির্ভর করবে।
পৃথিবীতে আমরা কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বা বড় বড় ডিগ্রি অর্জন করলাম, এগুলোই কি শুধু সফলতা (?) সফলতা তখনই প্রযোজ্য হবে যখন আমার আল্লাহর দেয়া বিধান অনুযায়ী আমি এই কাজগুলোকে পরিচালনা করতে পারবো।
Title | আত্মগঠন কর্মীগঠন নেতৃত্বদান |
Author | মুহাম্মদ গোলাম কিবরিয়া |
Publisher | আহসান পাবলিকেশন |
ISBN | 998-984-93887-8-4 |
Edition | 1st Published, 2020 |
Number of Pages | 60 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |