হাদীসের সারমর্ম অনুসারে, দোয়া ইবাদতের মতোই গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেক মুসলমানকে গুরুত্ব সহকারে দোয়া শিখতে হয়। দোয়ার মাধ্যমেই আল্লাহর কাছে চাইতে হয় এবং তার সন্তুষ্টি অর্জন করতে হয়। অনেক দোয়া আমরা জানি না বিধায় পড়া হয় না কিংবা এটা হাদিসে উল্লেখিত মাসনূন দোয়া কি না তাও সন্দেহ থাকে।