"তৈরি হয়ে নাও। অন্য এক চিরস্থায়ী দেশে তোমরা গমন করবে। বর্তমানে বসবাসরত আমাদের এই দেশ দুনিয়া] সেই চিরস্থায়ী দেশের তুলনায় জেলখানার মতো। যদি তোমরা এই ফরমানকে সুন্দরভাবে শ্রবণ... আরও পড়ুন
"তৈরি হয়ে নাও। অন্য এক চিরস্থায়ী দেশে তোমরা গমন করবে। বর্তমানে বসবাসরত আমাদের এই দেশ দুনিয়া] সেই চিরস্থায়ী দেশের তুলনায় জেলখানার মতো। যদি তোমরা এই ফরমানকে সুন্দরভাবে শ্রবণ করে আনুগত্য কর, তাহলে রাজ্যের রাজধানীতে পৌঁছে বাদশাহর রহমত ও ইহসানের দ্বারা পরিবেষ্টিত হবে। অন্যথায়, বিদ্রোহ করে যদি না শোন তাহলে ভয়ংকর সব জেলখানায় তোমাদের নিক্ষেপ করা হবে।