মুহাম্মাদ ﷺ শুধু একটি নাম নয়, একটি বিপ্লব। তাঁর জীবনীর দিকে খেয়াল করুন, আপনি বিস্মিত হবেন। এমন পূর্ণমাত্রার গুণাবলি আর কোনো মানুষের মধ্যে খুঁজে পাবেন না। তাঁর চিন্তার মহত্ত্বের দিকে মনোনিবেশ করুন। দেখতে পাবেন, কিভাবে তা উচ্চতর স্তরে ঘুরে বেড়াচ্ছে। তাঁর আখলাকের দিকে খেয়াল করুন। দেখবেন, সেটা সদ্য ফোটা পুষ্পের ন্যায় সৌরভ ছড়াচ্ছে। তার সাহসিকতার দিকে নজর দিন। দেখবেন, তা সকল দুঃসাহসিক অভিযাত্রীকে হার মানাচ্ছে। আর তাঁর মহানুভবতা ও বদান্যতার কথা তো বলাই বাহুল্য।
এই মহামানব আমাদের নবি ﷺ। গোটা জাহানের নবি ﷺ। তাঁর জীবন আমাদের জন্য অনুসরণীয়। অনুকরণীয়। তাঁর জীবনী অধ্যয়ন করা আমাদের সকলের কর্তব্য। সেই দায়িত্ব থেকেই লেখক লিখেছেন “নবিয়ে রহমত”।
সীরাত বিষয়ক আরবি, ফারসি, উর্দু ও ইংরেজি ভাষার গ্রন্থ ঘেঁটে আমাদের সামনে এনেছেন সারনির্যাস। তাঁর কলমের আঁচড়ে প্রাণবন্ত হয়ে উঠেছে ঘটনাগুলো। বিশ্ববিখ্যাত লেখকের এই অসাধারণ কর্মযজ্ঞকে পরখ করার নিমন্ত্রণ রইল।