"অন্দরমহল" বইটির ভূমিকা থেকে নেয়া:
অন্দরমহল বহু পুরনো আমলের আবহে লেখা একটি উপন্যাস। ফলে উপন্যাসটি পড়তে গিয়ে পাঠকের মনে প্রশ্ন জাগতে পারে, সেই পুরনো আমলের সময়কাল কত? স্থানটি কোথায়? পুরো উপন্যাসে খুব সচেতনভাবেই এই সময় ও স্থানের বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। এর কারণ, অন্দরমহলকে কোনোভাবেই ঐতিহাসিক উপন্যাসের কাতারে না ফেলতে চাওয়া।... আরও পড়ুন
"অন্দরমহল" বইটির ভূমিকা থেকে নেয়া:
অন্দরমহল বহু পুরনো আমলের আবহে লেখা একটি উপন্যাস। ফলে উপন্যাসটি পড়তে গিয়ে পাঠকের মনে প্রশ্ন জাগতে পারে, সেই পুরনো আমলের সময়কাল কত? স্থানটি কোথায়? পুরো উপন্যাসে খুব সচেতনভাবেই এই সময় ও স্থানের বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। এর কারণ, অন্দরমহলকে কোনোভাবেই ঐতিহাসিক উপন্যাসের কাতারে না ফেলতে চাওয়া।
সুনির্দিষ্ট সময়কাল ও স্থান সেই সময়ে সংঘটিত নানা রাজনৈতিক, জাতীয়, প্রাকৃতিক ঘটনা, ভাষা ও নিয়ম- নীতির সাপেক্ষে উপন্যাসের কাহিনিকে প্রভাবিত বা সংযুক্ত হতে বাধ্য করে। কিন্তু অন্দরমহল একটি শতভাগ ফিকশন। এতে উনবিংশ শতকের প্রথম দিককার কিছু অনুষঙ্গ ব্যবহার করা হলেও এই উপন্যাসের সঙ্গে সেই সময়ের বাস্তব ঘটনা, স্থান, পাত্র এমনকি সময়কালেরও সরাসরি কোনো সম্পর্ক নেই। এই বাস্তবঘনিষ্ঠতা এড়াতেই উপন্যাসের গানগুলোও বিদ্যমান কোনো উৎস থেকে সংগ্রহ করা হয়নি। গল্পের চরিত্র ও আবহ মাথায় রেখে এই উপন্যাসের জন্যই গানগুলো লেখা হয়েছে। অন্দরমহল মূলত এক হিন্দু জমিদার পরিবারের আখ্যান। এই হিন্দু জমিদার পরিবার-সংক্রান্ত নানা তথ্য দিয়ে অপরিসীম সমর্থন জুগিয়েছে কলকাতা থেকে রঞ্জু প্রসাদ মণ্ডল। রঞ্জুকে ধন্যবাদ। সবশেষে, পাঠক, অপার স্বাধীনতায় ভাবনার উন্মুক্ত আকাশ নিয়ে প্রবেশ করতে পারেন অন্দরমহলে। কারণ অন্দরমহল বিশুদ্ধ কল্পনার নির্যাস।
Title | অন্দরমহল |
Author | সাদাত হোসাইন |
Publisher | অন্যধারা |
ISBN | 9789849540366 |
Edition | 1st Edition, 2021 |
Number of Pages | 355 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |