ফিতর বলতে বোঝানো হয় যা দ্বারা রোজাদারগণ ছিয়াম ভঙ্গ করেন। যাকাতুল ফিতর বলা হয় ঈদুল ফিতর উপলক্ষে গরীব দুঃস্থদের মাঝে রোজাদারদের বিতরণ করা দানকে। ছিয়াম পালনের পর সন্ধ্যায় ইফতার করা হয়। সেজন্য রমজান মাস শেষে এই দানকে যাকাতুল ফিতর বলা হয়। বইটিতে এ সম্পর্কে বিস্তারিত বিবরণ রয়েছে।