মানব জীবনে দু'আর অপরিসীম গুরুত্ব রয়েছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবদি এই দু'আর বরকত এবং ফলাফল মানুষ দেখে আসছে। স্বয়ং আল্লাহ তা'আলা তাঁর বান্দাদেরকে তাঁর নিকট দু'আ করতে বলেছেন- "তোমাদের রব বলেন, আমার নিকট দু'আ কর আমি তোমাদের দু'আ কবুল করবো।" (সূরা মুমিন : ৬০)