‘আলক্বামাহ ইবনু ওয়াক্কাস আল-লায়সী (রহ.) হতে বর্ণিত। আমি ‘উমার ইবনুল খাত্তাব (রাঃ)-কে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছিঃ আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ কাজ (এর প্রাপ্য হবে) নিয়্যাত অনুযায়ী। আর মানুষ তার নিয়্যাত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরাত হবে ইহকাল লাভের অথবা কোন মহিলাকে... আরও পড়ুন
‘আলক্বামাহ ইবনু ওয়াক্কাস আল-লায়সী (রহ.) হতে বর্ণিত। আমি ‘উমার ইবনুল খাত্তাব (রাঃ)-কে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছিঃ আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ কাজ (এর প্রাপ্য হবে) নিয়্যাত অনুযায়ী। আর মানুষ তার নিয়্যাত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরাত হবে ইহকাল লাভের অথবা কোন মহিলাকে বিবাহ করার উদ্দেশে- তবে তার হিজরত সে উদ্দেশেই হবে, যে জন্যে, সে হিজরত করেছে।
এটি একটি সহিহ ও বিখ্যাত হাদীস। সকল কাজ কোন উদেশ্য নিয়েই করা হয়ে থাকেন। আর প্রতিটি কাজের উদ্দেশ্য হচ্ছে আসল। আর আপনার অন্তরের ইচ্ছা একমাত্র আপনি আর আল্লাহ তালাহ জানেন। যেকোন আমল করতে হবে একমাত্র আল্লাহ্ তাআ’লাকে সন্তুষ্ট করার জন্য। দুনিয়াবি কোন লাভ, মান-সম্মান, লোকের প্রশংসা, ভালবাসা ইত্যাদির আশায় করলে সেই এবাদত গ্রহনযোগ্য হবে। আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনকিছুর জন্য কোন ইবাদত করলে সেটা বাতিল বলে গন্য হবে।
Title | সহীহ বুখারীর প্রথম ও শেষ হাদীস |
Author | ইমাম বুখারী রা.
|
Publisher | আনোয়ার লাইব্রেরী |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |