“আড়াল” বইয়ের কিছু অংশ:
করুণ দুটি চোখ। গায়ের রং ফর্সা নয়, তবে শ্যামলাও বলা চলে না। কপালে একটা কালো ছোট্ট টিপ সবসময় লেগে আছে। যেন পরিষ্কার নীল আকাশের মাঝে একটা কালো মেঘের আনাগোনা। এক রাশ চুল মাথা থেকে পা পর্যন্ত। রূপ যেন জীবনানন্দের সেই বনলতা সেন। দেখলেই বলতে ইচ্ছে হতেই পারে,... আরও পড়ুন
“আড়াল” বইয়ের কিছু অংশ:
করুণ দুটি চোখ। গায়ের রং ফর্সা নয়, তবে শ্যামলাও বলা চলে না। কপালে একটা কালো ছোট্ট টিপ সবসময় লেগে আছে। যেন পরিষ্কার নীল আকাশের মাঝে একটা কালো মেঘের আনাগোনা। এক রাশ চুল মাথা থেকে পা পর্যন্ত। রূপ যেন জীবনানন্দের সেই বনলতা সেন। দেখলেই বলতে ইচ্ছে হতেই পারে, 'চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য। ভালো নাম নিরুপমা দেবী। ডাকনাম বাদল।
বাদলের এখনও ঘুম ভাঙেনি। আজ তার কত কাজ! তার বড় দিদি লতার আজ বিয়ে। দিদির সাথেই তার এই কুড়ি বছরের জীবনের বেড়ে ওঠা। আজ সেই দিদি চলে যাবে। প্রথমে একবার মনে হলো সে সারাদিন মনখারাপ করে বসে থাকবে। পরে আবার ভাবল, ইস। যদি এমন হতো আজ ঈশ্বর তার ইচ্ছা পূরণ করত তাহলে বেশ হতো। কিন্তু হঠাৎ করেই মনে হলো তার ইচ্ছাটা আসলে কী? দিদির বিয়ে না হওয়া? এত সম্ভব নয়। এতো কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল দিদির পাশে। কিন্তু এখনো ঘুম ভাঙেনি। এর মধ্যে তার দিদি লতা স্নান শেষ করে ফেলেছে।
'মা? ঘুম ভাঙল?' বাবার গলার আওয়াজ শুনে বাদলের ঘুম ভাঙলো। তার বাবা মোহন মাস্টার। গ্রামের সকলের কাছে এই নামেই পরিচিত। তারই সামান্য আয়ে তাদের চলে। বাড়িতে বলতে তারা দুই বোন, বাবা আর দিদিমা। মা বাদলের জন্মের সময় মারা যান। এখন তো সংসারের কিছুটা খরচ কমে যাবে দিদি চলে যাচ্ছে। কিন্তু এর জন্য বাদলের ভালো না লাগাটাই স্বাভাবিক। তবে এর পেছনে আরো একটা কারণ এই যে-তার দিদির হবু বর সুবিধার না। মোহন মাস্টার মানুষ চিনতে ভুল করেন না বটে, তবে বাদলের মনে হয় লোকটা ভালো না। তবে কী আর করা? তাদের পক্ষে এর থেকে বেশি কিছু করা সম্ভব নয়।
Title | আড়াল |
Author | সুলতান মাহমুদ |
Publisher | অন্যধারা |
ISBN | 9789849432067 |
Edition | 1st Published, 2020 |
Number of Pages | 80 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |