"হযরত আবু বকর সিদ্দিক রা. জীবন ও সংগ্রাম" বইয়ের সংক্ষিপ্ত কথা:
স্বাধীনতা উৎসব উপলক্ষে একটি অনুষ্ঠানে বড় বড় সামরিক ও বেসামরিক অফিসার উপস্থিত। একজন বলছিলেন, আরে বেওকুফ, তুমিও পান কর এবং দুনিয়ার জ্বালা-যন্ত্রণা ভুলে যাও। মদ না খাওয়ার ফতোয়া তো মোল্লারা জারি করেছে। তারা নিজেরাই ফতোয়া খাড়া করেছে, অথচ বলছে, মুহাম্মদ... আরও পড়ুন
"হযরত আবু বকর সিদ্দিক রা. জীবন ও সংগ্রাম" বইয়ের সংক্ষিপ্ত কথা:
স্বাধীনতা উৎসব উপলক্ষে একটি অনুষ্ঠানে বড় বড় সামরিক ও বেসামরিক অফিসার উপস্থিত। একজন বলছিলেন, আরে বেওকুফ, তুমিও পান কর এবং দুনিয়ার জ্বালা-যন্ত্রণা ভুলে যাও। মদ না খাওয়ার ফতোয়া তো মোল্লারা জারি করেছে। তারা নিজেরাই ফতোয়া খাড়া করেছে, অথচ বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তা যা-ই হোক, মুহাম্মদ নিষেধ করার কে? তিনি আমাদের সৈনিকদের জন্য কী রেখে গেছেন (যে তার কথা আমাদের মেনে চলতে হবে)? আমরা তো নেপোলিয়ন ও তার লংগুনে আমুদের। যোশি রক্ষাতে হবে) ও সামরিক কলাকৌশল সম্পর্কে মূলনীতি প্রণয়ন করে তারাই তো আমাদের পথপ্রদর্শন করেছেন, আমাদের ধন্য করেছেন! আমাদের পবিত্র পুস্তক তো তাদেরই কৃতিত্বপূর্ণ অবদান।
হ্যাঁ, একথা মেনে নিচ্ছি যে, তারা নেশাগ্রস্ত অবস্থায় এসব প্রলাপ বকছিল। কিন্তু একথাও সত্য, এসব তাদের চিন্তা-চেতনারই প্রতিফলনমাত্র। যদি তারা নেশাগ্রস্ত না হতো তা হলে প্রকাশ্যে তারা কখনোই একথা বলত না, কিংবা বলতে পারত না। আর অসতর্ক অবস্থায় মুখ ফসকে এজাতীয় কথা বেরিয়ে গেলেও ভয়ে তারা কেঁপে উঠত।
Title | হযরত আবু বকর সিদ্দিক রা. জীবন ও সংগ্রাম |
Author | মেজর জেনারেল মুহাম্মদ আকবর খান |
Translator | আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী |
Publisher | মাকতাবাতুল হেরা |
Edition | 1st Published, 2016 |
Number of Pages | 216 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |