“হৃদয়ের রসায়ন” লেখকের কথা:
ভিন্ন প্রজন্মের এবং ভিন্ন পরিবেশে বেড়ে ওঠা একজন মা এবং তার মেয়ের চিন্তাধারার মধ্যে তারতম্য থাকতেই পারে। সেটা অনেকসময় প্রকটভাবে চোখে পড়ে মেয়ের বিয়ের জন্য পাত্র নির্বাচনের সময়। একজন মেয়ের জীবনসঙ্গী নির্বাচনের মাপকাঠি কী হওয়া উচিত? মায়ের কাছে সেই মাপকাঠি হয়তোবা এক আর মেয়ের কাছে আরেক।
দীর্ঘ প্রবাস... আরও পড়ুন
“হৃদয়ের রসায়ন” লেখকের কথা:
ভিন্ন প্রজন্মের এবং ভিন্ন পরিবেশে বেড়ে ওঠা একজন মা এবং তার মেয়ের চিন্তাধারার মধ্যে তারতম্য থাকতেই পারে। সেটা অনেকসময় প্রকটভাবে চোখে পড়ে মেয়ের বিয়ের জন্য পাত্র নির্বাচনের সময়। একজন মেয়ের জীবনসঙ্গী নির্বাচনের মাপকাঠি কী হওয়া উচিত? মায়ের কাছে সেই মাপকাঠি হয়তোবা এক আর মেয়ের কাছে আরেক।
দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে বিদেশে বড় হওয়া বাংলাদেশি মেয়েদের পাত্র নির্বাচনের ক্ষেত্রে নানান প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, চিন্তাধারা, পরিবার এবং সমাজের প্রত্যাশা সবকিছু মিলিয়ে তাদের রীতিমতো হিমশিম খেতে হয়। তার ওপর যদি অপ্রত্যাশিত প্রেম, ভালোবাসা এইসব ভর করে বসে তাহলে তো ব্যাপারটা আরও জটিল হয়ে দাঁড়ায়।
এই বিষয়টি মাথায় রেখে আমি "হৃদয়ের রসায়ন" উপন্যাসটি লেখা শুরু করি। লিখতে গিয়ে অন্যান্য বিষয় যুক্ত হতে থাকে। পারিপার্শ্বিকতা এবং সোশ্যাল মিডিয়ার চাপে পড়ে অল্পবয়সি ছেলেমেয়েদের মধ্যে আজকাল সৌন্দর্য সচেতনতা অনেক বেড়ে গেছে। এর ভালো দিক যেমন আছে, খারাপ দিকও আছে। সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা অবাস্তব সৌন্দর্যের পিছে ছুটতে গিয়ে অল্পবয়সি ছেলেমেয়েরা শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেড়ে যাচ্ছে ইটিং ডিজঅর্ডারের মতো মানসিক অসুস্থতার প্রকোপ। এই সবকিছু মিলিয়ে করোনা অতিমারীর সময় যুক্তরাজ্যে বসবাসরত একটা সাধারণ বাংলাদেশি পরিবারের গল্প আমার এই হৃদয়ের রসায়ন উপন্যাস।
আশাকরি এই উপন্যাসটি পাঠকদের শুধু একটা গল্প উপহারই দেবে না, সাথে চিন্তারও খোরাক জোগাবে।
Title | হৃদয়ের রসায়ন |
Author | আমিনা তাবাস্সুম |
Publisher | অধ্যয়ন প্রকাশনী |
Edition | 1st Published, February 2023 |
Number of Pages | 192 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |