"সীরাতে রাসুলে আকরাম সা." বইয়ের সংক্ষিপ্ত কথা:
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম তার মা, অতঃপর দু- তিন দিন পর তার চাচা আবু লাহাবের দাসী সুওয়াইবা দুধ পান করান। সে-সময় আরবের নেতৃস্থানীয় ও অভিজাত খান্দানের ভেতর নিয়ম ছিল দুগ্ধপোষ্য শিশুদের দেহাত অঞ্চলে পাঠিয়ে দেওয়া। উদ্দেশ্য ছিল, শিশু বেদুইন পল্লীর উন্মুক্ত পরিবেশে বেড়ে... আরও পড়ুন
"সীরাতে রাসুলে আকরাম সা." বইয়ের সংক্ষিপ্ত কথা:
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম তার মা, অতঃপর দু- তিন দিন পর তার চাচা আবু লাহাবের দাসী সুওয়াইবা দুধ পান করান। সে-সময় আরবের নেতৃস্থানীয় ও অভিজাত খান্দানের ভেতর নিয়ম ছিল দুগ্ধপোষ্য শিশুদের দেহাত অঞ্চলে পাঠিয়ে দেওয়া। উদ্দেশ্য ছিল, শিশু বেদুইন পল্লীর উন্মুক্ত পরিবেশে বেড়ে উঠবে, তাদের ভাষার অলংকরণ আত্মস্থ করবে এবং আরবের নির্ভেজাল আরবীয় বৈশিষ্ট্য শিশুর চরিত্রে অক্ষুণ্ণ থাকবে। মহানবীর জন্মের কয়েকদিন পর হাওয়াযিন গোত্রের কতিপয় মহিলা শিশুর সন্ধানে মক্কায় আগমন করে। এদের মধ্যে হালিমা সাদিয়া নামের জনৈক মহিলা ছিলেন। সঙ্গী মহিলারা শিশুসংগ্রহে সমর্থ হলেও ঘটনাক্রমে তিনি অর্থাৎ হালিমা সাদিয়া এতে ব্যর্থ হলেন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা তার হাতে প্রাণাধিক প্রিয় পুত্রকে তুলে দিতে চাইলেও মা হালিমা শিশুকে নিতে ইতস্তত করছিলেন। তিনি ভাবছিলেন, এই এতিম শিশু লালন-পালনের বিনিময়ে এমন কীই-বা মিলবে। আবার একেবারে খালিহাতে ফিরে যেতেও তার মন সায় দিচ্ছিল না। অগত্যা তিনি হযরত আমেনার আগ্রহাতিশয্যে শিশু মুহাম্মদকে গ্রহণে সম্মত হন এবং কোলে তুলে ঘরের উদ্দেশে রওয়ানা হন। দু-বছর পর হালিমা সাদিয়া শিশু মহানবীকে মক্কায় নিয়ে আসেন এবং তাকে তার মায়ের হাতে তুলে দেন।
Title | সীরাতে রাসুলে আকরাম সা. |
Author
| সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.
|
Editor | মাকতাবাতুল হেরা |
Publisher | মাকতাবাতুল হেরা |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |